Monday, July 7, 2008

রূপকথা




ছোটোবেলায় রূপকথা বড় ভালোবাসতাম,
বলতাম খালি, বল, বল আর বল ।।
কেমন করে সে দুঃখী মেয়েটা
পার হয়ে রাতটাকে-
হঠাত সেদিন রূপসী রানীটা হল !
রাতের আকাশ ঢেকে দিল তার লজ্জা ,
তারারা ডেকেছে- ঝলমলিয়ে জ্বলো ;
কেমন করে সে দুষ্টু রাজা কে ছেড়ে,
একদিন একা পরীর দেশেতে গেল !
আজকে জেনেছি রূপকথা নয় সত্যি
আজ ও ঘরে ঘরে দুঃখী মেয়েরা কাঁদে
রাতের আকাশ ঢাকেনা তাদের লজ্জা;
দুঃষ্টু রাজারা আস্টে-পৃষ্টে বাঁধে ।
দূর থেকে তাকে পরীর দেশটা ডাকে,
হাতছানি দেয়, নিতে চায় তাকে কোলে
ওখানে যাবেনা, ওটা ঠিক নয়, পাপ হয় গেলে,

রাজার লোকেরা বলে...।