Saturday, April 11, 2015

আমার.. কবিতা সুন্দরী

তোমায় দেখে দূরে , দুপুরে রোদ্দুরে
গলা শুকিয়ে কাঠ
ভাবছি বলবো কি না !
আর যে পারছিনা !
তোমার প্রেমে ..... আমি তো কুপোকাত ;

এক পা দু-পা  এগিয়ে সাহস করে
ভাবছি এবার বলি  ,
তোমাকে আমি চাই  ,
আমার পুরো জীবনটাই
তোমার নামের একটি গানের কলি !

 তোমার সামনে  থেমে ,গাড়ির থেকে নেমে
কে ওই সুন্দরী
ধরল তোমার হাত
আমি তো চিত্পাত
কেমন করে এগিয়ে গিয়ে  তোমার ও হাত ধরি  !

শীত গ্রীষ্ম  বর্ষা যায় চলে
যায় ..দিন মাস বছর
আমি এখনো আছি থেমে
সে ই তীর্থস্থানে
আজও আমার মনে তুমি ই আনো ভোর !

তোমায় দেখে দূরে , দুপুরে রোদ্দুরে
আমার.. কবিতা সুন্দরী
তোমার দু হাত ধোরে
তোমায় আপন কোরে ,
শোনায় আমার কথা  ..... দিবস বিভাবরী

শহুরে মানুষ আর সবুজ হৃদয়



লাল বট ফল টুপ টাপ ঝরে পরে
কাজল দিঘির জলে মুখ দেখে মেয়ে
দিঘি তুই গভীর কত !সে কি তার
চোখের মতো - ডাক দিয়ে ডুব  দেয় চাঁদ ,
চেয়ে দ্যাখ  সোনালী সকাল হাসে  ভোরের আকাশে , সূর্য  বলে যায়
দিঘির কালো জল ভরে ওঠে   ঝরে পরা খয়েরি পাতায়
রাত যায় দিন আসে দিন ঢলে গোলাপী সন্ধ্যায়
 ,দিঘি তার মত শুয়ে থাকে
নিথর নিঝুম, বুক চাপা কান্নায়
ভেঙ্গে পরে মেয়ে ,দিঘি পারে বসে বসে
কাল বয়ে যায় , ফিরে আর আসেনা যে কেন ,
শহুরে  মানুষ    ,
সবুজ মেয়ের  অবুঝ  হৃদযে
বেঁধে রেখে গেছে  কেউ রঙিন ফানুস -
দিঘি ডাকে বুকে আয়  সব দুঃখ ভুলে
লাল বট ফল যেন ঝোরে পরে মেয়ে
দিঘির শীতল কোলে সব আশা ফেলে.

ভুলে গেছে শস্যের ঘ্রাণ

আকাশ নীল আর নেই , তাকে ঘিরে আছে ধুসর  ধুলো আর ধোঁয়া ,
কবি ,
তোমার সোনালী ধানের শিষে
বিষাক্ত হাতের ছোঁয়া
কেড়ে নেয় কৃষকের প্রাণ  !

মাঠের সবুজে কেউ আগুন দিয়েছে
সে আগুন জ্বলে তার পেটে ,
হাল -চাষী  কার খোঁজে শহরে  গিয়েছে  ,
সে যে ভুলে গেছে রসদের খোঁজে হেঁটে
শস্যের ঘ্রাণ

শেষ সে দিনের ছবি

সন্ধ্যা নামছে  দেখো ধীর পায়ে লজ্জা রাঙা ,আকাশের বুকে , 
তারা ঝিল মিল চোখ দুটি  খুলে ও খোলেনা ,
শতবার বিদায় জানায়  তাকে  , ফিরে ফিরে চায়  ,
পশ্চিম দিগন্তে  সূর্য্য  যায় অস্তাচলে 
দিন শেষে  পাখী যত ফেরে নীড়ে , 
বউ কথা কও বলে আর সে ডাকেনা ,

বড় চেনা পৃথিবী ছেড়ে  আজ যাব চলে
একবার কাছে এসে বসো , 
দুটি কথা বলো তুলে আনত নয়ন  মুখ পানে  ,
 আজ শেষ গানে  বলে যাই 
 তোমায় কি চোখে যে দেখি  , ডেকে বলে কবি  ,
চেয়ে দেখো সন্ধ্যা নেমেছে  সাথে তার
শেষ সে দিনের ছবি