Friday, February 27, 2009

খুঁজে ফিরি


আমার শেষ প্রেম
শেষের প্রেমিক;
যত তীব্র কামনায়, যন্ত্রনায়
আশ্লেষে, দহনে,
পীড়ন করেছ তুমি -
পূর্ন তা হয়নি কখনো ।
কখনো উদাস তুমি-ক্রুঢ় বা কোমল,
কোনোখানে পূর্ন তুমি পাওনি প্রকাশ ।

কারো চোখে, কারো ঠোঁটে
কারো কারো হাতের ছোঁয়ায়;
তোমাকে চেয়াছি আমি
পরিপূর্ন সমর্পন শেষে -
যতবার গড়েছি তোমায় আমি-
যত্নে, ভালবেসে-
ভেঙে খান খান ।।
চকিত স্পর্শে যেই
ছুঁযেছ হৃদয়-
দিক-বিদিক পরপূর্ন
তার প্রতিধ্বনি -
এইখানে বাজে এই বুকের ভিতর ।।

তাল-বেতাল



কেন এত থাক দূরে দূরে ।

মনের ভিতর ঘুরে ঘুরে ভাসে সেই গান-

যে গান গেয়েছিলে মিলনের প্রথম প্রভাতে-

তার সুরে সুরে সোনা ঝরে ছিল-

ছন্দে আকাশে নেচেছিল মেঘ ;

আজ আমি ছন্দ ভেঙ্গে,

সুর ভুলে,

খুঁজে ফিরি আনাচে কানাচে ।

আমার সর্ব্বস্ব জুরে আছ তবু-

পাইনা নাগাল ; কেন-

এতই বিরূপ !-

একবার এস ফিরে,

দেখা দিয়ে যাও।

আমার ভিতরে বসে সেই গান গাও ।।

*****

জানি আমি কেন এমন হয়!

নতুন করে দেখব তোমার আলো,

নতুন করে বাসব তোমায় ভাল,

আমার থেকে থাকব দূরে তুমি,

তোমার প্রাণ তো এমন কঠিন নয় ।