Sunday, March 25, 2012

প্রশ্ন

যখন  সুন্দর তুমি কথা বল,


মিষ্টি হেসে ভালবেসে –

যখন আমার মনের মধ্যে

ফুল বাগানের দোয়েল ডাকে সুরে ;

দূরে দূরে বহু দূরে ছড়িয়ে থাকে

সেই আবেগের রেশ ।

ঠিক তখনি মেঘের ভেলায় সয়ার হয়ে

বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যায় যে

আমার মন – কোন অজানার দেশ ।।



তখন সন্ধ্যা সূর্য ঢলো ঢলো –

শহরজুরে নিয়ন বাতি জ্বলে ।

আমার তখন দেয়াল ভাঙ্গার খেলা ,

কলকাতাটা তখন অস্তাচলে ।



উঁকি দিয়ে আমার ছোট্টো ঘরে,

উড়িয়ে নিয়ে যায় কে আমার মন ।

আমি থাকি জানলার গ্রিল ধরে,

মনের ভিতর ঝড় ওঠে শন শন ।



যখন তুমি আমার এ হাত ধর,

মিষ্টি হেসে ভালবেসে -

তখন আমার বুকের ভিতর ঢাকের বাদ্যি ,

মাথার উপর আকাশ ভরা তারা

ঘরের যত ইট পরে যায় খসে ।

ছোট্ট আমার বাসায় তুমি

উঁকি দিয়ে গেলে কেন অসীম শূন্যে মিশে ।




















































Sunday, March 11, 2012

খুঁজেছি তোমায়


খুঁজেছি তোমায় আমি অনেক খুঁজেছি ,
রোদে ঝরে বৃষ্টিতে ,
সকাল সন্ধ্যায় ,
বৃষ্টি মাখা ছাতে ফোটা রজনীগন্ধায় .
মাঠের সবুজে আর আকাশের নীলে
বইয়ের পাতাতে আর   কাগজে কলমে ,
কবিতার ছন্দে আর গদ্য কবিতায় ,
পেয়েছি তোমায় তবু 
 পাইনি বলা যায় ;
আস তুমি তবু কেন সব টুকু নয় .
সব খানে যেন  কিছু ফাঁক  থেকে যায় .
ধোঁয়া ওঠা কাপের চায়ে ,
চুমুকে খুঁজেছি ,
বোতলের তরলে তুমি আছ সে  বুঝেছি .
আকন্ঠ পান করে রক্ত কনিকায় ,
ধীরে ধীরে মিশেছ তুমি ,
শিরায় শিরায়
এসেছ , তোমার সাথে রাত কেটে যায় .
তবু যাও চলে . ,
ঠিক যেমন ভাবে নেশা ছেড়ে  যায় .
তুমি আছ চেতনাতে
চির আনন্দময়ী -
তবু কেন সব টুকু ফাঁকি মনে হয় 1


Thursday, March 1, 2012

মাটি থেকে এত দুরে পৃথিবীর আকর্ষণ তাই এত বুঝি

সীমানা ছাড়িয়ে যেতে পাখির ডানায় মুখ গুঁজি

তোমার আকাশে সাদা মেঘের খাতায়

রোজ দেখি পাখির পালক ঝরে যায়

পৃথিবীর টানে .

আকর্ষণ কেউ যদি দিতে পারে খুলে ,

তোমার ঠিকানা ভুলে আকাশের নীল ফুঁড়ে

অসীম ব্যাপ্তিতে মিশে যাই .

ঠিকানা হারিয়ে যদি মিশে যেতে পারি-

পরিচিতি থাকবে কি কোনো

নতুন- পুরানো ?

অখন্ড অস্তিত্ব আর অসীম ব্যাপ্তি নেশা

হাত ছানি দিয়ে ডাকে এখানে ওখানে ,

ব্যস্ত জীবন থেকে ঝাঁপ দিয়ে

আমি যদি নিজেকে না পাই ,

সে ব্যাপ্তির কে বুঝবে মানে ?