Sunday, March 25, 2012

প্রশ্ন

যখন  সুন্দর তুমি কথা বল,


মিষ্টি হেসে ভালবেসে –

যখন আমার মনের মধ্যে

ফুল বাগানের দোয়েল ডাকে সুরে ;

দূরে দূরে বহু দূরে ছড়িয়ে থাকে

সেই আবেগের রেশ ।

ঠিক তখনি মেঘের ভেলায় সয়ার হয়ে

বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যায় যে

আমার মন – কোন অজানার দেশ ।।



তখন সন্ধ্যা সূর্য ঢলো ঢলো –

শহরজুরে নিয়ন বাতি জ্বলে ।

আমার তখন দেয়াল ভাঙ্গার খেলা ,

কলকাতাটা তখন অস্তাচলে ।



উঁকি দিয়ে আমার ছোট্টো ঘরে,

উড়িয়ে নিয়ে যায় কে আমার মন ।

আমি থাকি জানলার গ্রিল ধরে,

মনের ভিতর ঝড় ওঠে শন শন ।



যখন তুমি আমার এ হাত ধর,

মিষ্টি হেসে ভালবেসে -

তখন আমার বুকের ভিতর ঢাকের বাদ্যি ,

মাথার উপর আকাশ ভরা তারা

ঘরের যত ইট পরে যায় খসে ।

ছোট্ট আমার বাসায় তুমি

উঁকি দিয়ে গেলে কেন অসীম শূন্যে মিশে ।




















































No comments:

Post a Comment