Sunday, July 26, 2009

চাওয়া পাওয়া

তুমি এমন কথা বল এমন ভাবে-

না বুঝে মন খুঁজে তো ফিরবেই ;

মন্দ , নাকি ভালই হবে চাওয়া,

উদাসী মন আকাশে উড়বেই ।

তুমি এমন গন্ধ বাতাসে দাও ঢেলে,

ফুলের বুকে ভ্রমর যেমন বসে ।

মন ভরে যায় আকুল করা গানে;

দুঃখফুল গাছ থেকে যায় খসে ।

সে ফুল আমি কুড়িয়ে মনের ভুলে,

গানের সুতোয় গাঁথি এক এক করে ।

শব্দ হয়ে ফুটতে থাকে ওরা -

অবাক সুর্য্য তাকিয়ে থাকে ভোরে ।