Saturday, December 31, 2011

আমি কার


যে তীব্র আকর্ষণে,
তীক্ষ্ণ যন্ত্রণায়
এতকাল বেঁধেছ আমায় ,
সে কোথায় !
কোথায় সে গেছে হারিয়ে !
তুমি আমি আজো দাঁড়িয়ে ।
মাথায় আকাশ ।
শিকড় ধরেছে মাটি
ডাল-পালা গেছে ছড়িয়ে ।
তবু কেন সে বাঁধন
গেছে হারিয়ে !

যন্ত্রণা আজো পাকে পাকে
সাপের মতন
মোহময় আকর্ষণে  ডাকে-
অজানা ভাষায় ।
অন্তরের অন্তঃস্থল থেকে
উঠে আসে ধ্বনি ,
আমি একা কান পেতে শুনি ,
দেশ-কাল পার করে ওঠে সীৎকার ,
আমি কার! আমি কার !
চেয়ে দেখ সে বাঁধন যায়নি হারিয়ে ,
সৃষ্টির আদিতে ডেকেছি যে-
আমি আছি তোমার ভিতর।

Wednesday, December 28, 2011

শেষের আকাশ




আমি আসি আমি যাই,
আমি থাকি কিছুক্ষণ,
জীবন- তুমি আসা যাওয়ার
মাঝখানে, কমা বা সেমিকোলন;
পূর্ণচ্ছেদ নও

না ডাকলেও আসে সে,
শোনেনা বারণ
নিয়ে যায় সাথে যাকে মন চায়,
মরণ সে, এখন তখন ,
চাও নাই চাও ।।

ফুল ফোটে ঝরে যায় ,
তার ছোট্ট জীবন ;
তবু দেখো খুশী খুশী হাসে
জীবন মরণ দেখি আমার বাগানে
রোজ আসে  যায়
সেখানে আমার এই মন যে হারায়

ছোট ছোট বেলা ভাগ করে,
সকালের   ফুল আমি
যত্নে ভরে রাখি ,
আমার মনের খাতায়
রূপ, রস , গন্ধ সব থাকে ,
যেমনটি ছিল তারা সব একে একে
উঁকি মেরে যায়
শেষের বেলায় , মরণ কে দিয়ে ফাঁকি
নতুন আকাশ ঘিরে  তারার মালায় ।।


Saturday, December 17, 2011

সরে গেছে ছায়া




তুমি বুঝি আজকাল
মাঝ-আকাশে থাকো !
ছায়াটাকে আর দেখি না তো ।

খুশি খুশি আলো আলো
হাসি দেখি নয়নতারায় ,
রাতগুল শুধু যেন জ্যোৎস্না ছড়ায় ।

ভয়াল, করাল ছায়া
থাক পরে মাটিতেই থাক ।
আমাকে পারেনা ছুঁতে তার নিশি ডাক ।

তোমাকে দেখি যে আমি
সবুজের ফাঁকে ফাঁকে ,
ফুলের রেণুতে আর পাখিদের ডাকে ।

সামনে রয়েছ তুমি
জীবনের আলো ;
পিছনে থাকুক পরে অন্ধকার কালো ।

রাত যায় দিন আসে ,
দিন শেষে রাত ;
অন্ধ আবেশে আমি বাড়িয়েছি হাত ।

স্নেহের পরশমণি
দিয়ে গেলে হাতে ,
হৃদয় ধন্য হল নতুন প্রভাতে ।

যত কাল আছি আমি ,
তুমি আছ সাথে –
স্নেহের পরশমণি দিয়ে গেলে হাতে ।।



Thursday, December 15, 2011

ছায়া


ছায়া

তার তীব্র দৃষ্টি আমার অন্তরের অন্তঃস্থলে
শীতল প্রস্তর রেখে গেল
তার ভার বয়ে বয়ে ফিরি

জনতার ভীরে দেখি তার জ্বালাময়ী চোখ-
যেন ডেকে বলতে চায় শেষ হোক শেষ হোক

শেষের সুরু তো সেই জন্মের প্রথম লগনে
শুরু হয়ে ছিল শৈশবে পড়েনি মনে,
যৌবনও চলে গেল ।।

কি তীব্র আকর্ষণ, নির্মম নিষ্ঠুর ঠেলে ফেলা
এখনি এসোনা কাছে, এখনো রয়েছে বেলা

আমার দুচোখ দেখে আমারই আয়না
চেয়ে আছে নির্নিমেষ, চোখ ফেরাতে চায়না।।

তার কালো মসলিন চোখে ,
ঝকে ঝকে তারা ,
আমায় করেছে দিশা হারা ।।

একা হলে আসেনা কাছে দূর থেকে দেখে
বিদ্রূপ ভরা চোখ হাসি ঢেকে রাখে ।।

কে গো তুমি রাত্রিবাসী মায়াময়ী ছায়া ,
আমার স্বপ্ন নিলে কেড়ে ,
যেতে যদি হয় ছেড়ে
আমার জীবন-
এস কাছে বেঁধে ফেল
আগুনের সাত ফেরে ।।

Monday, December 12, 2011

যারা চলে গেল




নিথর শরীর একে একে ঢুকে যায়
লাশকাটা ঘরে
মুনাফা-লোভীর বিষাক্ত কালো জিভ
কুণ্ডলী পাকিয়ে  ঘুরে ঘুরে
শ্বাসরোধ করেছে এদের

অসহায়, অসুস্থ মানুষ এরা ছিল
খাটে শোয়া মৃত্যুর কবলে ছটফটিয়ে
ডেকেছিল রক্ষা কর, ডাক্তার, নার্স
সে সব আর্তনাদ বুকের ভিতর থেকে গেল
পায়নি খুঁজে গলা আহা কত যন্ত্রণায়,
সবার অলক্ষ্যে চলে গেল এরা

হাসপাতাল সেবা-প্রতিষ্ঠান মুমূর্ষু
রোগীর কাছে ডাক্তার যেন ভগবান
এই তার রূপ হাসপাতাল তো নয়
যেন অন্ধকূপ ঢলে পড়ল অকালে
মৃত্যুর কোলে, মা , ভাই, পরিবার
পরিজন , কার পাপে

টেনে এনে ফেল রাস্তায়, মুনাফা-লোভীর দল
এদের কাছে মানুষের প্রাণ
বিক্রি হয়ে যায় নিরাময় হবার আশায়
  আসে যারা- এরা বেঁধে ফেলে
লোভের নাগপাশে, ছেড়ে দেয় জরাজীর্ণ
তাতেও মেটেনি খিদে, আরও আরও আরও
লাভ চাই
জতুগৃহ তৈরি করে ছেড়েছে বাজারে
মরছে, পুড়ছে কত রোগী
নিশ্চিন্ত, বেখেয়ালে 
এরা সিন্দুকে টাকা ভরে

Wednesday, December 7, 2011

সুরঞ্জনা




তার চোখে কোন ব্যাথা,
তার মনে কি যে কথা ,
জেনে কি হবে গো তোমার ।
দিন আসবে , দিন যাবে ,
সংসার গভীর হবে ,
মনে কি রাখবে সেতার -
কার হাতে বাজে সুরে ,
কার মন-প্রাণ জুরে
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ,
স্বপ্নরা পাখা মেলে প্রজাপতি প্রায় ,
মায়াজালে বাঁধা পরে ভেঙ্গে ভেঙ্গে যায় ।
এখানে কুঞ্জবনে গাছের ছায়ায় ,
দুজনার বাসা নেই,
প্রেম-ভালবাসা নেই,
আছে স্বপ্ন, আছে গান, সুর আর তাল ।
সে তার একার -
ছোটো বড় ব্যাথা যত ভাসিয়েছে জলে ,
মনের মণিকোঠা ডুবেছে অতলে ।
নেই কষ্ট আর ।
তার হাত বাজে সুরে,
তার মন প্রাণ জুরে ,
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ।
কেন মিছে ডাক তাকে ,
ফিরবে না কারো ডাকে
সুরঞ্জনা সুরেতে মাতাল ।।



Sunday, December 4, 2011

আমি ফিরে চাই


আমি ফিরে যাই ,
তুমি ও থাকবেনা দাঁড়িয়ে
মাঝ খানে শূন্য হাহাকার ,
এক বুক দীর্ঘশ্বাস ,
কত কিছু গেল হারিয়ে

সময় চলে যাবে তার মত ,
আজকের ভাঙ্গা-হাটে ,
কাল নতুন বাজার
আজ তোমার দৃষ্টিতে
স্নান করে ,
বৃষ্টি পরেছে হাজার ,
যার বুকে ;
কাল সেকি ভিন্ন দুটি
চোখের ছায়ায় ,
থাকতে পারবে সুখে !

আমি ফিরে চাই
যে পথে বিষণ্ণতা ছেয়ে আছে
মেঘের মতন
সে পথ কবির লেখা শেষের কবিতা ,
সেখানে প্রেমের হয় শুরু ,
দিন শেষ হয়ে গেলে আকাশে
মেঘের দল  বেদনায় বাজে গুরু গুরু

এ পথের শুরু কই, শেষ কোন-খানে ,
কেউ কি তা জানে !
তবু  মাঝে-মধ্যে ফিরে আসি
এপথে ছড়ান আছে হাসি ,
এ পথে হৃদয়ের যৌবন ধরা পরে
হৃদয় মাতাল হলে , সে মদিরা হাতে,
ফিরে যাই ঘরে ।।