Wednesday, December 28, 2011

শেষের আকাশ




আমি আসি আমি যাই,
আমি থাকি কিছুক্ষণ,
জীবন- তুমি আসা যাওয়ার
মাঝখানে, কমা বা সেমিকোলন;
পূর্ণচ্ছেদ নও

না ডাকলেও আসে সে,
শোনেনা বারণ
নিয়ে যায় সাথে যাকে মন চায়,
মরণ সে, এখন তখন ,
চাও নাই চাও ।।

ফুল ফোটে ঝরে যায় ,
তার ছোট্ট জীবন ;
তবু দেখো খুশী খুশী হাসে
জীবন মরণ দেখি আমার বাগানে
রোজ আসে  যায়
সেখানে আমার এই মন যে হারায়

ছোট ছোট বেলা ভাগ করে,
সকালের   ফুল আমি
যত্নে ভরে রাখি ,
আমার মনের খাতায়
রূপ, রস , গন্ধ সব থাকে ,
যেমনটি ছিল তারা সব একে একে
উঁকি মেরে যায়
শেষের বেলায় , মরণ কে দিয়ে ফাঁকি
নতুন আকাশ ঘিরে  তারার মালায় ।।


No comments:

Post a Comment