Saturday, December 17, 2011

সরে গেছে ছায়া




তুমি বুঝি আজকাল
মাঝ-আকাশে থাকো !
ছায়াটাকে আর দেখি না তো ।

খুশি খুশি আলো আলো
হাসি দেখি নয়নতারায় ,
রাতগুল শুধু যেন জ্যোৎস্না ছড়ায় ।

ভয়াল, করাল ছায়া
থাক পরে মাটিতেই থাক ।
আমাকে পারেনা ছুঁতে তার নিশি ডাক ।

তোমাকে দেখি যে আমি
সবুজের ফাঁকে ফাঁকে ,
ফুলের রেণুতে আর পাখিদের ডাকে ।

সামনে রয়েছ তুমি
জীবনের আলো ;
পিছনে থাকুক পরে অন্ধকার কালো ।

রাত যায় দিন আসে ,
দিন শেষে রাত ;
অন্ধ আবেশে আমি বাড়িয়েছি হাত ।

স্নেহের পরশমণি
দিয়ে গেলে হাতে ,
হৃদয় ধন্য হল নতুন প্রভাতে ।

যত কাল আছি আমি ,
তুমি আছ সাথে –
স্নেহের পরশমণি দিয়ে গেলে হাতে ।।



No comments:

Post a Comment