Saturday, December 31, 2011

আমি কার


যে তীব্র আকর্ষণে,
তীক্ষ্ণ যন্ত্রণায়
এতকাল বেঁধেছ আমায় ,
সে কোথায় !
কোথায় সে গেছে হারিয়ে !
তুমি আমি আজো দাঁড়িয়ে ।
মাথায় আকাশ ।
শিকড় ধরেছে মাটি
ডাল-পালা গেছে ছড়িয়ে ।
তবু কেন সে বাঁধন
গেছে হারিয়ে !

যন্ত্রণা আজো পাকে পাকে
সাপের মতন
মোহময় আকর্ষণে  ডাকে-
অজানা ভাষায় ।
অন্তরের অন্তঃস্থল থেকে
উঠে আসে ধ্বনি ,
আমি একা কান পেতে শুনি ,
দেশ-কাল পার করে ওঠে সীৎকার ,
আমি কার! আমি কার !
চেয়ে দেখ সে বাঁধন যায়নি হারিয়ে ,
সৃষ্টির আদিতে ডেকেছি যে-
আমি আছি তোমার ভিতর।

No comments:

Post a Comment