Saturday, January 7, 2012

কাগজের কম্বল


কাগজের কম্বলে ঢাকা শহুরে মানুষ,
এক পা বাড়ায় এক পা পেছায় ,
শীতের দিনেও গরম তাদের
অহংকারের ওম মাখা গায়

মেঘের পালকে ঢাকা তাদের আকাশ,
খুশির ডানায় উড়ে চলে
বড় বেশী পেয়ে গেছে জীবনের কাছে,
দণ্ডে দণ্ডে পলে পলে ।।

কাগজের বিনিময়ে খুশী কিনে আনে,
মাটির সাথে নেই যোগ ;
পাহাড়, জংগল, নদী , নালা !
বই এর পাতায় করে খোঁজ

মেঘের সাথে মন ফেরারি হয়না আর ,
কবিতায় ওড়েনা আঁচল ,
দোকানে , দোকানে ঘোরে ফেরে,
চোখে মাখে রূপালী কাজল ।।

কাশফুল দোল খায় আপন খেয়ালে ,
দোয়েল পাখিটা গান গায়
বড় বড় ঢেউ উঠে আছড়ে পড়তে দেখি
একা আমি বালুকা বেলায়

বাবা-মা, ভাই-বোন,মাসী পিসি যত,
সমাজের উঁচু-নিচু ধাপে
সমানে সমানে হয় আদান প্রদান ,
মেলাতে হয় যে খাপে খাপে ।।

বুড়ি ছুঁয়ে চলে যায় শহুরে মানুষ
ধার করা সময়ের গুনে
সেখানে সবার আগে ব্যবসায়ী মন ,
বসে থাকি আমি কাল গুনে ।।




No comments:

Post a Comment