Friday, January 20, 2012

ঘৃণার প্রাচির


হিংসা আর ঘৃণার প্রাচীর
এত উঁচু তোমার ভিতর
প্রান্ত-রেখা বা রক্ষীর
প্রয়োজন কোথায় ?
আমার একটি রক্ষী যদি
তোমার একটি চোর মারে –
নৃশংস নির্বিকারে
নীচতার সীমা-হীনতায় !
তোমার সহস্র হিংস্র পদাঘাত
আমার সমস্ত জাতির
লক্ষে ছুঁড়ে দাও
কি ভয়ানক উন্মত্ততায় ।
একবারটিও ভাবনা তুমি
একটি-দুটি হিংস্র রক্ষী নিয়ে
হয়নি সমগ্র এপার বাংলা ।
মনে হয় তুমি যেন বসেছিলে
পথ চেয়ে কবে কোন ক্ষণে
ঘৃণিত এপার-বাসী
করে অপরাধ –
খুলে দিতে
তোমাদের মনের ভিতরে
বসে থাকা হিংসার বাঁধ ।
ভুলতে পেরেছ পরিপূর্ণ ভাবে –
একদিন সাহায্যের হাত
আমরাই দিয়েছি বাড়িয়ে ।
সেই হাত আজ যাও সজোরে মাড়িয়ে ,
জানিনা সে কোন অদৃশ্য ঘৃণায় ।
এবার-ওপার ঘিরে ভ্রাতৃত্বের বন্ধন
কেন আজ গেল হারিয়ে ।।

No comments:

Post a Comment