Tuesday, January 17, 2012

সাফল্যের গর্ব




আমার ছোট বেলার পরীক্ষাতে
প্রথম হওয়া, নাচের মেডেল ,
আমার আঁকা ছবি ।।
সব কিছু পার হয়ে-  কি হয়েছি আজ
সে ই কথাটাই সত্য পৃথিবীতে
যত ই রিপোর্ট, মেডেল, ছবি
চোখের সামনে ধরি
ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে দেয়ালের সব ঘড়ি ।।

যায়না যাওয়া ফিরে পিছনেতে ,
পাওয়া যায়না গর্বে ভরা দিন ;
জীবনের সেই রঙ্গিন স্মৃতির
মনেও দিই না স্থান
ঘরের কোনায় বসে বসে খুলে খুলে দেখা ,
ফেলে আসা কিছু রিপোর্ট কার্ড ,
আজকের এই দিনের জন্য সময়টা বরবাদ

আমার মনের গভীর অন্তঃস্থলে
সব ছবি ঠিক তেমনি আছে জানি
চাইলে আমি ফিরিয়ে আনতে পারি ,
কোনদিন যদি তারা দেয় হাতছানি
পৃথিবীতে কিছুই শেষ হয় না  একেবারে
একের থেকে অন্য রূপ পায়
রিপোর্ট কার্ড হারিয়ে গেলে 
দুঃখ নেই মনে আজকে আমি সফল কিনা,
তাই জানা দরকার ।।

No comments:

Post a Comment