Sunday, May 27, 2012

ফিরে আয়



সীমা পারাপার দ্বর্থহীন ভাষায়
জয় করেছ  সীমানা ছাড়িয়ে ,
তবু তুমি হাঁটছ একা ,
যুগ যুগান্তর ।
কি করে পার-
সব কিছু  হারিয়ে পরিপূর্ণ –
শুধু অনুভবে চূর্ণবিচূর্ণ কর তাকে
যে ডাকে তোমায় –ফিরে আয় !
ফিরে আয় ।।

বেল-কুঁড়ি


বেল-কুঁড়ি তার লাজুক মনে যত কথা রাখে লুকিয়ে
একটা একটা সাদা পাতা  তার ভরা থাকে সৌরভে ।
তুমি জান আমি জানি ,
নরম হৃদয় তবুও হয়ত কেউ কেউ গেছে দলে
কুঁড়ি থেকে তাই ঝরে গেছে পেলবতা ,
সেই থেকে তার কাজল মেঘেরা
ঢেকে দিল চাঁদ তারাকে ,
আকাশে এখন শুধুই দহন
ফুলেদের ভাষা হারিয়ে
শ্লেষ দেয় শুধু ছড়িয়ে ।
তুমি জান আমি জানি –
তবুও পারত কেউ কেউ তুলে নিয়ে
কিছু কথা ফিরে দিতে ।
আমি শুধু এক রাত্রি জ্বালাই তার সেই
পাতা ছিঁড়ে
কিছুটা নিংড়ে নিতে ।।




Wednesday, May 23, 2012

তুমি আসবে কি


তখন ঝড়ের শেষে খর কুটো হলুদ পাতারা
বিছানা পেতেছে-

ছড়িয়ে রয়েছে লাল কৃষ্ণচুড়ারা –
ধুলোয় ঢেকেছে চোখ দুটো –
এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত
গাছের মত আমিও দাঁড়িয়ে রাজ পথে ।
তুমি আসবে কি আসবেনা -
হলুদ বসনা আমি তীর্থের কাক ।
সেদিন বয়স ছিল কুড়ি ।।
অনেক দশক পাড় করে –
বর্ষার ঘনঘটা – জলে ভেজা রাতে
জানালার গ্রিল ধরে চোখ পেতে রাখি –
অন্ধকারের পথ পাড় করে দিতে-
তুমি আসবে কি!

Friday, May 11, 2012

মনের ভাষা


মনের ভাষা

মনের কথা যখন এলো মেলো-
নিজে বুঝলে ও বোঝাতে পারি না-
তখন কিছু পদ্য বা কবিতা
না হয়ত নিছক ই গান হয়ে যায়।
যে ভাষায় ভালবাসতে পারি,
যে ভাষায় অনায়াসে ঘৃণা করি
যে ভাষা আস্টে পৃষ্টে জরিয়ে রয়েছে
ভিতর বাহির ।
সে ভাষা স্বতন্ত্র, সে ভাষা মেলেনা
সবার । যে বোঝে সে বোঝে-
বাকি টুকু  অধরা রয়ে যায় ।।

মনে হয় আমার কবি  বড় ই প্রাচীন
মধ্যযুগীয় কথা বলে ।
আমার ভিতর বসে ঘাপটি মেরে
লেখনী চালায় হাতে ধরে ।
আমি যে আকাশে তাকাই
প্রখর তাপের দিনে
সে আকাশে তারার রোশনাই ঢালে
মনে মনে ।
তার সস্নেহ আলিঙ্গনে মুছে দেয় ক্লেদ
গ্লানি , অকৃপণ হাতে ভেজায় আমায় ।
আমি নিঃস্ব নিরুপায় চেয়ে চেয়ে দেখি
সে আমার দুঃখ সাজায় কবিতায় ।।


Wednesday, May 9, 2012

বন্ধু আমার




মনের ভিতর আগুন
জ্বলে পুড়ে ছারখার
নদীটা আমার ;
দাবানল আজ বনাঞ্চলে
শাড়ির আঁচলে ঢেকেছি
সে হাহাকার
যত টুকু বালি তলানিতে ,
ঝড় আসে - ছারখার
এই নদী তবু  পারবে
কি বেঁচে ফিরে এসে
সাগরের ডাকে সাড়া দিতে ;
প্রতিজ্ঞা আমার
হবে কি পূরণ
দূর থেকে কোনো আপনজন
ছুঁড়ে দেয় এক টুকর আকাশ
মেঘ মল্লার
তার সেই দানে
আপ্লুত এই মন জানে -
টুপুর-টাপুর বৃষ্টির পর
ঝরবে শ্রাবণ ধারা  -
ছাপিয়ে দুকুল ছুটবে সে ঠিক তার পথে-
মানবে না হার
বন্ধু আমার অঞ্জলি পেতে নিয়েছি সে উপহার ।।

Tuesday, May 8, 2012

অপেক্ষা

আমার দিন রাত কার অপেক্ষায় কেটে যায়
আমি নিজেই বুঝিনা
তুমি বুঝবে কি !
যদি ভেবে থাক আগুনের অঙ্গিকারে
সত্ত্বা বিকিয়েছি
বিকিয়েছি দেহ মন প্রাণ
ফিরে নিতে পার এখন তখন
জমা-খরচের খাতায়
তখনো থাকবে কিছু বাকি ;
মনের জানলা খোলা
নিঃশব্দ বাতাস উকি দিয়ে যাবে
একে একে আলো হাসি গান
বিশ্বাস কোন একদিন ছুঁয়ে যাবে ঠিক
তোমার ও অন্তর ;
আমি বসে থাকব
তার আশার আশায় ;
ভালবাসা গভীর হোক নিঃশব্দতায় ।।