Friday, May 11, 2012

মনের ভাষা


মনের ভাষা

মনের কথা যখন এলো মেলো-
নিজে বুঝলে ও বোঝাতে পারি না-
তখন কিছু পদ্য বা কবিতা
না হয়ত নিছক ই গান হয়ে যায়।
যে ভাষায় ভালবাসতে পারি,
যে ভাষায় অনায়াসে ঘৃণা করি
যে ভাষা আস্টে পৃষ্টে জরিয়ে রয়েছে
ভিতর বাহির ।
সে ভাষা স্বতন্ত্র, সে ভাষা মেলেনা
সবার । যে বোঝে সে বোঝে-
বাকি টুকু  অধরা রয়ে যায় ।।

মনে হয় আমার কবি  বড় ই প্রাচীন
মধ্যযুগীয় কথা বলে ।
আমার ভিতর বসে ঘাপটি মেরে
লেখনী চালায় হাতে ধরে ।
আমি যে আকাশে তাকাই
প্রখর তাপের দিনে
সে আকাশে তারার রোশনাই ঢালে
মনে মনে ।
তার সস্নেহ আলিঙ্গনে মুছে দেয় ক্লেদ
গ্লানি , অকৃপণ হাতে ভেজায় আমায় ।
আমি নিঃস্ব নিরুপায় চেয়ে চেয়ে দেখি
সে আমার দুঃখ সাজায় কবিতায় ।।


No comments:

Post a Comment