Wednesday, October 15, 2008

হয়ত তার ও কিছু বলার ছিল

এখনি চাইনা যেতে ;
আরও কিছুক্ষণ,
থাকি মনে হয় তোমাদের মাঝে ;
মনে হয় ফাঁক রয়ে গেল ।
হলনাতো বলা সব
যা বলতে চাই ।
কত স্মৃতি, কত রূঢ়ভাষ-
ফেরাতে যে হবে মধুভাষে ।।
এত দীঘ পথ পাড় হয়ে এসে -
মনে হয় কিছুই হলনা দেখা ,
এক সাথে আরো কিছু পথ ,
চলা যেত ।
বলা যেত
আরো কিছু কথা ।।
সময় হয়েছে বুঝি শেষ !
তোমার চোখের কোল
ভিজে আছে জলে ;
কি করে যে যাই চলে
ফেলে রেখে সব ;
তবু এ বাস্তব - আজ,
আলো নিভে যাবে ।
কাল তুমি সঙ্গীহারা
একা অসহায় ।
কি করে যে যাই !
এত কথা বলবার শক্তি নিয়ে গেছে
মৃত্যুর দুত,
তবুও অদ্ভুত কোনো অলৌকিক হাত
দেখো ঠিক নেবে পথ করে,
আমার না-বলা কথা ,
বুক-চাপা আকুলতা,
পৌঁছে যাবে ভোরে
তোমার অন্তরে ।।