Friday, July 30, 2010

আমি পাহাড় দেখেছিলাম
তুমি মুষিক ,
দয়া নাকি ঘৃণা বুঝিনি
তবু পেড়িয়েছিলাম
তোমারই সহায়তায় ।
সে অনেক কাল আগের কথা
গত জন্ম যেন ।
ওপারে কিছুই পাইনি তেমন
যা চেয়েছিলাম ।
কেমন করে ফিরতে হবে
ছিলনা জানা । তবু আগের মতই
তোমার কাছে ভিক্ষা চেয়ে চেয়ে
ফিরেছি একা ।
এবারে তোমার ঘৃণার ও যদি
দেখা না পেলাম ,
তবে বৃথাই জন্ম
এ কথা ঠিক ।
আমি পাহাড় দেখেছিলাম,
আর তুমি মুষিক ।।

Sunday, July 25, 2010

মিলন

যেদিন তোমার চোখে লালসা দেখেছিলাম ;
ঘৃণায় অন্তর পুড়ে ছাই !
এর পর মাঝে মাঝে
কারনে অকারনে
তোমার চোখের দিকে দৃষ্টি চলে যায় ।
কে তুমি ! দেখিনি তো আগে ।
কেন আস বারে বার ,
সবার অলক্ষে
আমার প্রতিটি কোষে আগুন ছড়াও ।
এত গুলি বছরের এত গুলি রাত ,
কেটে গেছে শুদ্ধতায় স্নান করে করে ।
দেবতার চরণতলে করে প্রনিপাত ।
আজ কেন ঘোমটায় নাচ !
কেন প্রাণ আনচান ,
কেন মন বলে –
বৃথা আমার জীবন ।
আমার নিজের ছায়া
তোমাতে দেখেছি ,
তুমি আমার আধার ।
ছোটো ছোট ঢেউ যেন
সাগরের গায় –
আমি তোমাতে হারাব আজ
শেষ শুদ্ধতায় ।

Thursday, July 15, 2010

পন্ডিত

দর্শণের পন্ডিত আমি ,
আমি করিনা কিছু কে ভয়;
বিশ্ববিজয় করব যে আমি ,
আমি হয় কে করব নয়।

বুঝেছি আমি আলোচনা করে ,
বহু গবেষনা , তর্কের পরে ,
আমার বুদ্ধি জানতে পারেনা
যাকে ,
সে কি সত্যি হয় ,
আমি ‘হয়’ কে করব ‘নয়’ ।

চন্দ্র, সুর্য্য গ্রহ তারা যত
রুপ, রস আর গন্ধের মত ,
সবই যে অলীক স্বপ্নের মত ,
শূণ্যে করব লয় ।

চলেছি আমি সত্যের পথে ,
কান্ট, হেগেল আর ব্র্যাডলের সাথে
আমি যে পড়েছি বই এর পাতাতে ,
সব কিছু নাশ হয় ।

চারি পাশে যত আছে বোকা সোকা
যত বিঙ্গানী , যত ডাকা বোকা ,
কারুকে আমি করিনা পরোয়া ,
জানি
কিসে থেকে কি যে হয় ।

প্রেম, ভালোবাসা যত অনুরাগ ,
বিষ্ঠার মত করে দেব ত্যাগ ,
জগতে কিছুই নেই সাধনার ,
চেতনাই যদি যায় ।

বুঝেছি আমি সকল ই মিথ্যা ,
আমিও মিথ্যা, তুমি ও মিথ্যা ।
বুঝিনি শুধু যে একখানি কথা –

চেতনা যে কারে কয় !!!

Thursday, July 8, 2010

লাবন্যদের কথা

নাই বা জানলে আমার অবসর
কি ভাবে কাটে একটা দুটো পাখি গুনে গুনে ।
আকাশের নীলে ঘুরি ওড়ার ছন্দে
আমার প্রাণের অনন্দে নেচে ওঠা ।
তবু তো থাকবে কিছুটা আড়াল
আমার নিজের করে ।
সাতপাকে বাঁধা পড়ে শেষ হয়ে গেছে
যা কিছু নিজের , আমার সব কিছু ,
তার উপর তোমার পূর্ণ অধিকার ,
নাই বা থাকল ।
নিশীথে কালো আকাশের বুকে তারাদের বন্যায়
আমি খুঁজি ফিরি আমার মিতা কে ;
তুমি নাইবা জানলে তা ।
আনার কবিতা তোমার চোখের তারায়
খুঁজবনা আমি । আমি জানি কোন খানে
বাজে স্বছন্দে।তোমায় আমায় বন্ধন হোক কাজে ।
মেয়ের বিয়ের বাজারের ফর্দটা ;
থাক তোমার জন্য তোলা ।শেষের সে দিন
মাথায় পরিও সিঁদুরের গোলা তুমি ।
আমার শরীর , মন ,
তোমাকে তো আমি করেছি সমর্পন
আগুনের ছোঁয়া নিয়ে ।
শুধে প্রাণের ভিতর থেকে থেকে বাজে
রিনিকি ঝিনিকি সুরে , কবিতা আমার
গান হয়ে যায় মিতার অন্তপুরে ;
থাক তারা সেই খানে ,
তাদের নিজের লাবন্যে ।।