Sunday, December 4, 2011

আমি ফিরে চাই


আমি ফিরে যাই ,
তুমি ও থাকবেনা দাঁড়িয়ে
মাঝ খানে শূন্য হাহাকার ,
এক বুক দীর্ঘশ্বাস ,
কত কিছু গেল হারিয়ে

সময় চলে যাবে তার মত ,
আজকের ভাঙ্গা-হাটে ,
কাল নতুন বাজার
আজ তোমার দৃষ্টিতে
স্নান করে ,
বৃষ্টি পরেছে হাজার ,
যার বুকে ;
কাল সেকি ভিন্ন দুটি
চোখের ছায়ায় ,
থাকতে পারবে সুখে !

আমি ফিরে চাই
যে পথে বিষণ্ণতা ছেয়ে আছে
মেঘের মতন
সে পথ কবির লেখা শেষের কবিতা ,
সেখানে প্রেমের হয় শুরু ,
দিন শেষ হয়ে গেলে আকাশে
মেঘের দল  বেদনায় বাজে গুরু গুরু

এ পথের শুরু কই, শেষ কোন-খানে ,
কেউ কি তা জানে !
তবু  মাঝে-মধ্যে ফিরে আসি
এপথে ছড়ান আছে হাসি ,
এ পথে হৃদয়ের যৌবন ধরা পরে
হৃদয় মাতাল হলে , সে মদিরা হাতে,
ফিরে যাই ঘরে ।।


No comments:

Post a Comment