Wednesday, November 30, 2011

তুমি এলে




তুমি আসবে তাই-
প্রস্তুত করেছি মাটি,
রোদে, জলে, পাহাড়ে, জঙ্গলে ।
তুমি আসবে বলে –
আকাশ-মাটিকে এক করে
যুদ্ধে সেজেছি ;
নরম, লাজুক হাতে অস্ত্র ধরেছি ;
ভুলেছি সংসার ।
ভুলেও দেখিনি ফিরে –
মরে কত চেনা-জন, করে হাহাকার ।
শুধুই গুনেছি ক্ষণ –
ঐ আসে ঐ বুঝি ঝড়ের মতন ,
উড়িয়ে পথের কাঁটা-
ভীষণ ভৈরব ।
প্লাবনের মত অনিবার্যতায় ।
সেই তুমি এলে –জঙ্গল থেকে দূরে
নীরবে নিভৃতে, এলে মৃদু পায় ।
আমার যত আড়ম্বর মিছে করে
রাত ভোরে ফিরে গেলে
কোন অস্তাচলে –মাটি আজ আকাশ কে চায়  ।
আকাশে ,বাতাসে, পাহাড়ে, জঙ্গলে ,
তোমার পরশ রেখে গেলে ।
তবু কেন যুদ্ধসাজ,
তবু কেন রক্তপাত,
তবু কেন রাজনীতি,
চেনেনা তোমায় ।

No comments:

Post a Comment