Thursday, March 1, 2012

মাটি থেকে এত দুরে পৃথিবীর আকর্ষণ তাই এত বুঝি

সীমানা ছাড়িয়ে যেতে পাখির ডানায় মুখ গুঁজি

তোমার আকাশে সাদা মেঘের খাতায়

রোজ দেখি পাখির পালক ঝরে যায়

পৃথিবীর টানে .

আকর্ষণ কেউ যদি দিতে পারে খুলে ,

তোমার ঠিকানা ভুলে আকাশের নীল ফুঁড়ে

অসীম ব্যাপ্তিতে মিশে যাই .

ঠিকানা হারিয়ে যদি মিশে যেতে পারি-

পরিচিতি থাকবে কি কোনো

নতুন- পুরানো ?

অখন্ড অস্তিত্ব আর অসীম ব্যাপ্তি নেশা

হাত ছানি দিয়ে ডাকে এখানে ওখানে ,

ব্যস্ত জীবন থেকে ঝাঁপ দিয়ে

আমি যদি নিজেকে না পাই ,

সে ব্যাপ্তির কে বুঝবে মানে ?

No comments:

Post a Comment