Friday, February 27, 2009

তাল-বেতাল



কেন এত থাক দূরে দূরে ।

মনের ভিতর ঘুরে ঘুরে ভাসে সেই গান-

যে গান গেয়েছিলে মিলনের প্রথম প্রভাতে-

তার সুরে সুরে সোনা ঝরে ছিল-

ছন্দে আকাশে নেচেছিল মেঘ ;

আজ আমি ছন্দ ভেঙ্গে,

সুর ভুলে,

খুঁজে ফিরি আনাচে কানাচে ।

আমার সর্ব্বস্ব জুরে আছ তবু-

পাইনা নাগাল ; কেন-

এতই বিরূপ !-

একবার এস ফিরে,

দেখা দিয়ে যাও।

আমার ভিতরে বসে সেই গান গাও ।।

*****

জানি আমি কেন এমন হয়!

নতুন করে দেখব তোমার আলো,

নতুন করে বাসব তোমায় ভাল,

আমার থেকে থাকব দূরে তুমি,

তোমার প্রাণ তো এমন কঠিন নয় ।