Friday, July 29, 2011

ভালবাসার বয়স

এমন কোনও আইন আছে নাকি
বয়স হোল যার
ভালবাসার নেই কোনও দরকার !
ভালবাসার মানে শুধু,
ফুল ফোটান বুকে ,
বসন্ত বেলায় ,
শীতের জরা ছড়িয়েছে যার বুকে
এই অবেলায় তবু যার মনে
প্রেম রয়েছে বাকি,
ভালবাসায় তার –
নেই কি অধিকার ?

যৌবনে তার কাছে আসায় –
যে মাদক ছড়াত শীরায় ,
আজো আধো ঘুমের ঘোরে ।
আজো যে তন্দ্রায় ,
শীরায় শীরায় আগুন জ্বালে ,
বুকের মাঝে অবুঝ ব্যথা
ছুঁয়ে ছুঁয়ে যায় ।

জেগে উঠে বসলে পরে ধমকে ওঠে মন –
ছিঃ এমন তর ধরণ -
দেখে লোকে বলবে কি ?
আর তোমার বয়স আছে নাকি ?

কে বলেছে নেই ! যত দিন জীবন আছে,
আছে সবুজ মন ।
ভালবাসায় অধিকার আছে ততক্ষণ ।

এখন শুধু চোখের দেখায় হৃদয় নাড়া দেয় ,
এখন শুধু আলো-ছায়ায় শরীর ছুঁয়ে যায় ,
কার পরশ মনের মনি কোঠায়
জ্বালিয়ে রাখে আলো ।
রক্তমাংসে গড়া আমি বুঝতে পারি না যে
শরীর ছাড়া কেমন করে বাসব তাকে ভালো ।
মন ছুঁয়ে সে শরীর জাগায় ,
তবুও কেন বল ,
আর নয় আর নয়,
অনেক বয়স হোল ।।

No comments:

Post a Comment