Monday, July 11, 2011

ত্রিনয়নী



কপালে তোর কি আছে মা
বল মা তারা বল ;
সে কি চাঁদ, তারা না ত্রিশূল,
নাকি প্রদীপের শিখা ঝল মল
বল মা তারা বল ।

গৌরি মাগো কালী হয়ে
জগত নাচাও পায়ে ।
শরম ভুলে বসন খুলে
কেন এলে আদুর গায়ে
জগত নাচাও পায়ে ।

আমার দিন রাত তোর চোখের তারায়
মাগো নিলে চুরি করে ,
তোকে ছাড়বনা আর
ছাড়বনা মা ।
রাখব বুকে ধরে ।

আমার দিনে কালী রাতে কালী
আমার জগত কালী হল ।
মা তোর কপালে কি রাখিস ধরে
বল মা গো বল ।

চণ্ডী তোমার চোখে আগুন মুখে আগুন,
আগুনে নাচ তা তা থৈ ;
চোখ নামিয়ে দেখ মা পায়ে শিব শুয়েছে ঐ ।
মা তোর শরম গেল কৈ !

মাগো বসন পর অস্ত্র ছাড়
চোখের আগুন ঢাকো জলে ,
আমার পাগলি মেয়ে দেখ মা চেয়ে ,
ভোলানাথ পরে তোর রাঙা চরণ তলে ।

No comments:

Post a Comment