Saturday, August 10, 2013

অন্তহীন

অন্তহীন

ছেলেটা বলছিল গানে গানে
গিটারের তারে টান-
সূর্য নাকি আসেনি তার কাছে
গত কাল ।
ঘন কাল মেঘে ঝর ঝর কেঁদেছে আকাশ-
তার নরম উত্তাপ, মেঘের ফাঁকে ফাঁকে
তাও সে পায়নি সারাদিন-
গান তার অন্তহীন না-পাওয়ার দীর্ঘ তালিকা।
মেয়েটা মনে মনে বলে- সূর্য কেন তুমি বলনা
বোঝাও না তাকে,
আমার ঘরের এক কোনে
সন্ধ্যা বাস করে,
এক বুক আশা নিয়ে
তারাদের অগুনতি যাত্রায় চোখ পেতে।
কাল তার যাত্রার শেষ দিনে
তোমার নরম উত্তাপ-ঢেকে দিয়েছিল তার  ক্ষত।
তার জীবনের যত অহংকার অন্ধকার গলিতে হয় শেষ।।
সূর্য তুমি তাকে দিয়েছ আলো দিয়েছ উত্তাপ,
দিয়েছ তোমার স্নেহ ঢেলে
তবু অন্তহীন অভিমানে
ছেলেটা গান গায়-




No comments:

Post a Comment