Sunday, August 25, 2013

বলেছ চাই তোমায়

একটু একটু   এসেছ কাছে রোজ,
আমি ফিরেও দেখিনি,
তখন পুবের আকাশে  সুর্য্য
 দেখেছি পশ্চিম গগনে তার অন্তর্ধান,
আমি জীবনের মদিরা পান করে
করেছি সুন্দরের গান
ঘুন পোকা কুরে কুরে খায়
আলমারি
,তার শব্দ শুনেছি বিনা দ্বিধায় ,
আমি পথে যেতে যেতে শব দেহ দেখে
 আহারে বলেছি কে চলে যায়।।
তুমি ছোট্টো ছোট্টো টোকা মেরে ,
ফিরে ফিরে গেছ, আমি দেখিনি তাও-
তখন জীবন ঘিরে মধুচন্দ্রিমা।
প্রাণের ভিতর কে ডেকে যায়,
আমি চাই তোমায় ।
শরীরের খেলা মাতাল করেছে
মন ঘুরে ফিরে সে খেলা চায় ।
বুঝিনি ভিতরে কে ডেকে যায়
আমি চাই তোমায় ।।
জীবন যাকে ঠকিয়ে গেল
তার কাছে এসে হাত পেতে চাও
কি দেব আর-
কঠিন আগাতে বুকের দরজা
সপাট খুলেছ-     বলেছ চাই তোমায় ।।

No comments:

Post a Comment