Saturday, August 17, 2013

আয় তোকে রেখে আসি

কালের গহ্বরে নাকি দিকের ব্যাপ্তি-
কোথাই রাখি বল দেখি ।
ঘরের বন্ধ দরজা রাখা ঠিক নয়
তুই রেগে গেলে আমাকে
 টুকর টুকর করে
ছড়িয়ে দিতে পারিস প্রকাশ্য ঠিকানায়
তাই খুঁজি অনেক খুঁজি,
ঠিকানা অজানা অচেনা দেশ-কাল
ছট ছোটো খণ্ড খণ্ড ভাঙ্গা কাঁচের মত
অনেক দুঃখ-সুখ অনেক বেদনা, অপমান
জ্বলুক সে অজানা দেশ কালে
তারাদের মত, কেউ বা উল্কার মতন যাক হারিয়ে,
আয় তোকে রেখে আসি চেনার সীমানা ছাড়িয়ে ।।


No comments:

Post a Comment