চোখের সামনে ঘটেছিল
অঘটন
আসুক আবার সময় সন্দেহাতীত
বলল মাথা
এবারে ও হারিয়ে দিয়ে গেল
প্রকাশ্য সমাবেশে
ভিতর পোকা মানব জাতি
ছুঁয়ে গেল কাদা হাত
আমার শিশু আনারকলি
আমি কি ভাবে কিছু বলি
আনারকলির শুভ্র মনে
পোকার কথা ছাপ ফেলেনা
থাকুক নিজের মতন
পদ্ম ফুল যেমন
কাদার মাঝে আপন সৌরভে
লোভী হাতের ছোঁয়া
নিজে ই সরে যাবে
অঘটন
আসুক আবার সময় সন্দেহাতীত
বলল মাথা
এবারে ও হারিয়ে দিয়ে গেল
প্রকাশ্য সমাবেশে
ভিতর পোকা মানব জাতি
ছুঁয়ে গেল কাদা হাত
আমার শিশু আনারকলি
আমি কি ভাবে কিছু বলি
আনারকলির শুভ্র মনে
পোকার কথা ছাপ ফেলেনা
থাকুক নিজের মতন
পদ্ম ফুল যেমন
কাদার মাঝে আপন সৌরভে
লোভী হাতের ছোঁয়া
নিজে ই সরে যাবে
No comments:
Post a Comment