আমার মনের থেকে এক পল দূরে জঙ্গি বাস করে,
অট্টহাসি হাহাকার এক সাথে ঘোরে
আমার অন্তরে ।।
আমার জানালা দিয়ে দিনের প্রথম আলো উঁকি দিয়ে যায়,
কেন সে থাকেনা ঘরে- মন করে হায় হায়।।
অট্টহাসি হেসে জঙ্গি চিঠি লিখে যায়
আমার দরজায় ।।
ভেঙ্গে ফেল মনের কপাট
জানালা দাও খুলে,
চেয়ে দ্যাখো আকাশটা অসীম ব্যাপ্তি নিয়ে
অনন্ত যাত্রায় ভেসে যায় ,
তোমাকে ডাকছে আয়
ঘর ভেঙ্গে আয় চলে ।
জঙ্গি তোমার ফাঁদে দেবনা তো পা,
সভয়ে বন্ধ করি জানালা দরজা ।।
জঙ্গি তবু ডাকে যে আমায়- আয় চলে আয় ।।
আমি শিউরে উঠি ভয়ে ।
বড় চেনা ঘর আমার ;
কি বা আসে যায়,
যদি আলো ফিরে যায় ।
দেয়ালের ইট কাঠ গুনে গুনে
দিন কেটে যায় ।।
No comments:
Post a Comment