সূর্যমুখী তুমি এলে যখন ,
অর্জুন গাণ্ডীব হাতে
তোমার অপেক্ষায় ;
তুমি এক গুচ্ছ রোদ্দুর হয়ে
সাজালে ফুলদানি ;
আমি স্বপ্নে ভেসে যাই ।
তৃতীয় পাণ্ডব তির বিঁধে ছিল
আমার চারি পাশে ,
আকাশে বাতাসে ।
সোনা রঙ ঢেকেছিল কৃষ্ণ কালো মেঘে;
আমি তখনও ঘুমে কাতর
আমি তখনও উঠিনি জেগে ।
দিন শেষে আকাশের ঘোমটা খুলে
অর্জুন গেল চলে ,
আমার অজান্তে ,
আমারই অন্তরে
সূর্যমুখী থাকে প্রতীক্ষায় ।
No comments:
Post a Comment