Thursday, December 5, 2013

সন্দেহ

এই খোলা আকাশ বাতাস এ খানে ও বন্দী বাস করে 
অবিশ্বাস সন্দেহ ঘিরে থাকে 
সহজ সরল জীবন করে 
গলাচাপা অন্ধকার 
বলব কি বলবনা ভেবে ভেবে 
দিন কেটে গেল 
অনেক বছর পার করে এসেছি দ্বিধায় 
থেকেছি বুকচাপা যন্ত্রনায় 
এখন এড়িয়ে যাই সাবধানে 
যার মনে 
আমার জন্য প্রতি পদে পদে 
তীক্ষ্ণ বিচার 
শেষ বেলায় সে আশ্রয় 
দুরে থাক - যত দিন আরো আছি
পৃথিবীটা ভালোবাসাময় 
আমার ছোট্ট মাটির ঘর
আদিগন্ত খোলা 
সেখানে এস বন্ধু সময় অসময় ..

No comments:

Post a Comment