Wednesday, April 9, 2008

অপূর্ণ

আমার যে খুব ইচ্ছা করে

প্রবল ঝড়ের মত এসে

আবেগের ঢেউ-সমুদ্র-সমান কেউ

যেন ধরে বুকে -আমার শরীর।

অন্ধকার রাতে, তারার মতন

জ্বলবে হৃদয়।।

হারাবার থাকবেনা ভয়

আকাশের বুকে, লুকাবে সে সুখে

দিনের আলোয়, ক্ষীণ চন্দ্রালোকে

দেখাদেবে সুদূরের এ নীলিমায়।

সর্বগ্রাসী ,সর্ব্ব্যব্যাপী প্রেম-অপ্রেম

মিলে-মিশে হবে একাকার।

ভেদ কোনো থাকবেনা তোমার-আমার,

থাকবেনা ভয় কোনো চলার থামার।।

কোনোদিন কি হবে না পূর্ণ আশা?

অসীম শূণ্যের মাঝে

বাঁধবেনা বাসা।

যাবে নাকি নিয়ে সাথে করে?

আমার যে বড় ইচ্ছে করে !