Thursday, January 8, 2009

বর্ষার আকাশের মত
মেঘের ফাঁকে ফাঁকে
রোদ হেসে যায়
যখন তখন
মনে পড়ে।
মনে পড়ে যেন কার
আসবার আশা-
এমনই প্রবল; তাকে
বাঁধ দেওয়া
নিছক দূরাশা ।
ঘন মেঘ ছায়া ফেলে
যখন সাগর বুকে,
বুঝিনা কে ডাকে কাকে ।
বুঝিনা যে উতরোল
উঠেছে আমার বুকে-
কেমনে থামাই তাকে ।

আকাশ ঢেকেছে মুখ
মেঘের অন্তরালে-
ঈর্ষাকাতর বুক-
প্রেয়সী সাগর জলে
ভাসায় চোখের জল ।
মনে আশা সেই জল
নোনা স্বাদ ফেলে
যাবে আকাশের কোলে,
মিশবে মেঘের সাথে
মিষ্টি বৃষ্টি হয়ে-
আসবে যকন ফের।
প্রতীক্ষার হবে শেষ-
সে দিনটি মিলনের ।।