Sunday, May 3, 2009

শীল্প আসুক

কারখানা চাই- আমার জমি দখল হল তাই,
লড়াই করেও পারবে কেন- ঘরের লোক চাষী?
ধাণ ফলাত, আজ সে দুঃখে গলায় দিল ফাঁসী ।
ছেলে-মেয়ে কোলে করে ঘুরছি পথে ভাই,


আমার ছেলে আদুড় গায়ে ধুলার উপর শুয়ে,
চোখের তারায় স্বপ্ন ভাসে সোনার রং যার,
জমি তো নেই- মেয়ে আমার বাবুর বাড়ি গিয়ে-
বাসন মাজে- আর কোনো কাজ জানা নেইকো তার ।।


তোমার ছেলে শিক্ষিত সে কারখানাতে যাবে,
আমার তখন বুলডোজারে ভাঙ্গা পড়বে বাড়ি।
চাকরী করে তোমার ছেলে অনেক টাকা পাবে-
বাবু তুমি সেই টাকাতে চড়বে ন্যানো গাড়ি ।
সবুজ মাঠে সোনার ফসল আকাশ ছুঁতো যেদিন,
চাষীর কোলে ছেলে মেয়ের আদর ছিল কতো !
কারখানা চাই- হারিয়ে গেছে আমাদের সে সুদিন-
শীল্প আসুক -গরীব চাষী মরুক আমার মতো
।।

No comments:

Post a Comment