Friday, February 12, 2010

কথামালা


ছোটো ছোটো দুঃখ্য, ছোটো ছোটো সুখ
সাজিয়ে রেখে মনের এলবামে ,
অবসর মত খুলে খুলে দেখি ।
দুঃখ্যের তীব্রতা, সুখের শিহরণ ,
আলতো বুক ছুঁইয়ে যায় ,
হারিয়ে যাওয়া কত কথারা
স্ম্রৃতির পর্দায় ফুটে ফুটে ওঠে ।
সবুজ শ্যাওলা ধরা স্যাঁত স্যাঁতে দেয়ালে
আমার কথাকে আমি সাজাবনা ।
মন-আমার চলে যাবে
কালের গ্বহরে ।
তোমাদের বুকে সঁপে যেতে চাই
আমি আমার কথা কে ।

এই বর্তমানে, আমার অন্তরে ,
ডেকে আনি আলো হাসি গান ।
রোদ পেয়ে দুঃখ্য ফুল ঝরে ঝরে পরে ,
সুখপাখি গান গায় চেনা চেনা সুরে ,
হারান দিনের কথা মালা হয়ে
গাঁথা হয় কালির আখরে ।

No comments:

Post a Comment