Thursday, May 26, 2011

কবি নজরুল

আকাশ থেকে চুরি করে অসীম শূন্যকে
কেন রেখেছ তোমার চোখে ,
সাগরের গম্ভীর, গভীরতা
কেন ঢেকেছ তোমার বুকে ।
রুদ্রের আগুনে পুড়ে
জ্বালালে মশাল গানে গানে ।
তোমায় সেলাম করি
প্রনমী তোমায় কবি ;
তুমি রয়েছ বাঙালী প্রাণে প্রাণে ।
আকাশে কান পেতে শুনি আজো –
গান গায় তার বুলবুল –
বাংলা ভোলেনি আজো ভুলবেনা –
তোমায় কবি নজরুল ।।

No comments:

Post a Comment