Sunday, December 8, 2013

আমার বনলতা

আমার বনলতা

সাদা শারি নীল পাড় দুটো লম্বা বিনুনি,
নীলাঞ্জন নয় সেতো, তার কথা শুধু আমি জানি ।

আমার বন্ধু ছিল সে বনলতা সেন ;
মুখচোরা রোগা মেয়ে তখন ক্লাস টেন ।

মাঠের পথ ধরে একসাথে হেঁটে  স্কুল ,
পায়ে ছেঁড়া জুতো তার বই নিতে হত ভুল ।

এক দমকা হাওয়ায় সাদা শারি উরে উরে যায় ।
ভিতরের ছেঁড়া সায়া ঢাকে সে লজ্জায় ।
কেন সে চায়না কিছু ভেবে ভেবে আমি আকুল ।
টিফিনের বাটি নিতে হত তার রজ ই ভুল ।

কতনা মানুষ ছিল তার পথে হাত বাড়িয়ে ,
সে সব কাচে নিলে বনলতা জেট হাড়িয়ে ।

বনলতা ছিল উন্মুখ মুক্ত হৃদয়ে মনে ,
চেয়ে ভালবাসা ভালবাসা ,
সে কথা রেখেছিল সে গোপনে ।

মা ছিলনা তার ছিলনা বাপ ,
কাছের লোক কারো কেন ছেড়ে যায় ।
বনলতা তোকে বোঝেনা কেউ
তুই আমার বুকে আয়।।



No comments:

Post a Comment