Thursday, February 6, 2014

কবির জন্য


যখনি তোমার লেখে পড়ি,
মনে হয় কবে যেন দেখা হয়ে ছিল
বহুদূরে
অনন্ত সাগরে । তখন ঢেউ এর সাথে সাথে,
নেচেছিল প্রাণ আর গাংচিল উড়ে ছিল
আকাশের দিকে, দুটি চোখ মিলেছিল ক্ষণিকে
আকাশে-সাগরে ।
তার পরে কত যুগ কেটে গেছে
তবু আমি বসে আছি-
আসবে কি ফিরে,
প্রাণের গভীরে
সেই ভালোবাসা
আশা নিরাশার দোলে
দিন কেটে যায়;
মন করে হায় হায় সে কি এসেছিল !
না হলে এমন করে নাড়া দিয়ে গেল কে যে
প্রাণের পাতায়  ।।


No comments:

Post a Comment