Wednesday, October 15, 2014

জন্মান্তর

জন্মান্তর মানিনা তবু মনে হয়
বহু জন্ম আগে এইখানে
বাড়ি নয় ছিল ধু ধু লাল মাটি
সে মাটির কোলে মাথা রেখে
আকাশের নীলে
মেঘের শুভ্রতায়
বাতাসের বয়ে আনা সমুদ্রের ঘ্রাণে
খুঁজেছি তোমায় ...
তুমি ধরা দিয়েছিলে
স্বপ্নে আমার
সে স্বপ্ন ভেঙ্গে ছড়িয়ে ছিলো যে পথে
সে পথ বেয়ে বারে বার এসেছি ফিরে
ভাঙ্গা মন্দিরে
ইঁটের পাঁজরে
পাইনি খুঁজে
তবু চোখ বুঁজে
খুঁজেছি
তোমায়
যদি আসো ফিরে আরো একবার
স্বপ্নে আমার

No comments:

Post a Comment