Tuesday, January 1, 2008

দাদা-ভাইএর কড়চা

দাদা:

আর বুঝি ফ্রন্টটাকে ধরে রাখা যায়না ,
ক্ষিতি আর অশোকের বড্ড বেশী বায়না ।
ফেমিলিতে বড়দাকে তো মানতে হবে, -তাই না!
কেবল বলে একলা যাব, সিপিএমকে চাইনা.

ভাই:

অনিলবাবু থাকলে হয়ত হতো একটা সুরাহা
বুদ্ধ-বিমান-বিনয় মিলে পারবে মনে হয়না ।

দাদা:

অনিলবাবু থাকলে বেঁচে গল্প হত অন্য,
বুদ্ধ-বিমান-বিনয় থেকে সিপিএম বিপন্ন ।

ভাই:

বলা যায়না, জোতিদাদা আসতে পারে,
বসতে পারে মিটিঙে।
সব ঝামেলা মিটিয়ে দেবে
দেখো একটা সিটিঙে ।

দাদা:

আরে বাবা এত সুখের মন্ত্রীসভায় থাকাটা
ছাড়তে পারলে বলব ওদের
মস্ত বুকের পাটাটা

একলা চলো একলা চলো- অনেকবার তো শুনলাম
না আঁচালে বিশ্বাস নেই -এই তোমাদের বল্লাম ।