রিণি রিণি সুরে
ঝিনি ঝিনি তালে
চিনি চিনি মনে হয়;
কে তুমি এসেছ
আজ এ দূঃসময় ?
এখন ও আমার হয়নি তো কাজ
এখন ও পায়নি ছুটি ।
সকল বাঁধন এখন ও যায়নি টুটি ;
চঞ্চল ঐ তোমার মনেতে
পেয়েছিলে বুঝি সাড়া -
আমার নয়ন এখন ও রয়েছে
তেমনি চন্দ্রাহারা !
তাই বুঝি এসে
দোলা দিয়ে গেলে প্রাণে !
তাইকি বন্ধু হৃদয় ভাসাও গানে !
হৃদয়ের ভার কেড়ে নিয়ে যাও-
সুরটুকু করে দান
দুর থেকে থাক চেয়ে ,
শিহরন লাগে হৃদয়ের মাঝে
এই পরিচয় পেয়ে ।।