Sunday, January 13, 2008

-প্রেম-ভালোবাসা-পুরাতন কথা-

থমকে গেছে হৃদয় -
নাকি সময় আছে থেমে !
চারটি তারার মিলনে কি
বিজলি এল নেমে
বুকের মাঝে !
আকাশ পথে উল্কা যেমন পরে
একটি ভাঙ্গাঘরে-
তমনি ভাবেই হঠাত কি আজ
প্রেমের আগমনের ধ্বনি বাজে !
অবিশ্বাসীর জন্য এ ঘর নয়-
তাই বুঝি আজ ভালোবাসার
মাটির ঘরে-
ধরেছে রোগ ক্ষয়
একটু একটু করে
শেষ হয়ে যাক আশা
অলিক স্বপ্ন দিয়েই শুধু
ছিল যে ঘর ঠাসা
পুরানো সে মাটির বাড়ির নেইতো প্রয়োজন
-এখন শুধু নতুন বাড়ির
চলছে আবোযন.
মাটির সাথে মিশিয়ে যাবার আগে
দেখছিল সে পিছন পানে চেয়ে-
বিষন্নতা ছিল ছেয়ে
নি্র্জন সেই পথের মাঝে পরে
নীরবে সে বিদায় বুঝি চায়
পুরাতনের কাছে
তাই বুঝি আজ হচ্ছে মনে-
থমকে গেছে হৃদয়- নাকি সময় আছে থেমে ..