Monday, January 14, 2008

তোমার চিঠি







তোমার চিঠি পাওয়া,
লাগল পালে হাওয়া,
মাঝ দরিয়ায় ভাঙ্গল মাঝির ঘুম ।

আকাশের বুক চিরে-
আলো ঝিলিক মারে-
বাজপরে আজ ভাঙ্গল কুঁড়েঘর
তীরের বুকে শব্দের তার প্রতিধ্বনি
গুম গুম গুম গুম
মাঝ দরিয়ায় ভাঙ্গল মাঝির ঘুম

নদীর বুকে জল
টলমল টলমল
নৌকোখানি ভাঙ্গল বুঝি ঝড়ে
-ও মাঝি তোর বৈঠাখানি শক্ত হাতে ধর
বৃষ্টি হল শুরু
দুরু দুরু দুরু
মেঘের বুকে ভয়,
জল মিশেছে জলে আজ
না জানি কি হয়

সন সন ঐ ঝড়রের সাথে
বাতাস বয়ে চলে
আছাড় খেয়ে পরতে নদীর জলে
তোলপাড় ঐ নদীর বুকে
বর্ষার মরসুম
মাঝিরে তোর এতদিনে
ভাঙ্গল কি কাল ঘুম !
উথাল পাথাল জলে
খোলা গগন তলে
আজ নিশীথে প্রকৃতিতে
মাদল বাজায় ঝড়
মাঝিরে তোর বৈঠাখানি শক্ত হাতে ধর ।

আকাশের বুক করেছে আজ
দখল মেঘের দল
নদীর বুকে ঢেউএর তালে
উঠছে নেচে জল
প্রকৃতিতে তান্ডব আজ
মিলনের মরসুম

এই অবেলায় মাঝিরে তোর
কে ভাঙ্গাল ঘুম !