Tuesday, January 8, 2008

কবিতার প্রতি

কবিতা!
তুমি কি আমার সঙ্গী হবে ?
আমার বিষন্নতা ;
নির্জন দুপুরের মত-
খাঁ খাঁ মাঠের মত-
শ্মশাণের মতন শূণ্যতা
যদি তোমায় দিই
তুমি কি রাজি হবে !

কবিতা !
তোমার সরলতা মাখা
দুটি চোখের তারায়
হাড়িয়ে যেতে দেবে আমায়?
যদি বলি, শিশুর মতন
এস আমার বুকের মাঝে
তুমি কি বলবে আমায়
-ছাড় এ পাগলামি !

কবিতা !
মেঘের দেশে, সাগর পাড়ে
মাঠে -ঘাটে, মনটা যখন
ছোটাই তখন আসবে কি গো
চুপিসারে।
নারে নারে নারে বলে
পালিয়ে কোথাও যাবে নাতো !
বলনা আজ নতুন কোনো ছন্দভরে
তোমার ওপর ভরসা কোরতে পারি আমি ।

কবিতা!
শূণ্যতাটা উড়িয়ে দেব
আকাশপথে
কোনো মতেও যাবনা আর ফিরে ঘরে
এখন থেকে তুমি-আমি যদি হই
ছন্নছাড়া, বাঁধনহারা
তুমি কি রাজি হবে!

কবিতা !
বলনা আজ নতুন করে
তুমি আমার সঙ্গী হবে ।