Tuesday, January 8, 2008

বালম

বিকেলের রোদ মিঠে লাগে ভারি;
এস হে বন্ধু, এস তাড়াতাড়ি;
দেব বহুদূর পাড়ি ।
যান-বাহনের দেখা না যদি মেলে,
হাতখানি দিও এই হাতে ফেলে,
কল্পনা-রথ এখন ও করেনি আড়ি।

রোজ বিকেলের ফিরে ফিরে যাওয়া;
এক একটি দিন সাথে নিয়ে যাওয়া;
পাথর জমায় বুকে ।
হারিয়ে যাবার বাসনা কি শুধু
মিঠে বুলি বলা মুখে !

বন্ধু তোমায় কি নামে যে ডাকি !
স্বপ্ন তোমার কোন চোখে রাখি !
সাথী মোর ওগো কলম-
না জানুক কেউ, না চিনুক কেউ ;
ডাক দিলে ঠিক ঝরনা ঝরাও
কঠিন আমার বালম ।