Friday, February 22, 2008

নরক গুলজার

লাইফ হেল করে দেব, চেঁচিয়ে বলে নেতা
সামনে তার লাঠির গায়ে লাল পতাকা পোঁতা ।
গ্রামের যত জমি আছে সব আমারের নামে,
যাকে খুশি বিক্রী করব ,যেমন ইচ্ছা দামে ।
যুগ-যুগ ধরে আমরা বসে আছি গদীতে,
বিরোধীতা করো যদি, ভাসিয়ে দেব ন্দীতে ।
*******

মৃত্যুর এই কারবারীরা স্বয়ং থাকে নরকে
ছেলের রক্তে রাঙ্গিয়ে মাকে,

বলে, আমার থেকে ক্রুঢ়কে?
শযতানীতে বড় হবার টেক্কা কে আর দেবে!
নরকের ঐ নৌকা জানি পাপের ভারেই ডোবে ।
ভগবানকে মানেনাতো, শয়তানকেই ধরে।
নারকীয় জীবন নিয়ে ডগমগিয়ে মরে ।
মুখে বলে ভারতীয়, গলায় চীনের দড়ি,
গরীবের পার্টি এরা বানায় বাড়ি-গাড়ি।
সমাজের সকল স্তরে জাল বিছিয়ে রাখে ।
ভোটটা যে না দেয় এদের মার্কা করে তাকে ।
স্কুল-কলেজ আর হাসপাতালে কাডারদের ই চাকরী মেলে,
সাহিত্য ও শিল্পক্ষেত্রে এদের ই হয় জয়
থানায় বসা পুলিশগুলো এদের করে ভয়।
চুরি-ডাকাতি-খুন আর ধর্ষণ যে করে,
মাথায় করে রাখে তাকে বুকে জড়িয়ে ধরে।

এমন নরক কোনোখানে পাবেনা আর তুমি-
সে যে এদের বাংলা, সেযে সিপিএম এর ভুমি।