কতো দিন যেন দেখিনি
সবুজ আর নীলের মাখামাখি
ঐ অনেক দূরে-
যেখানে আকাশ হয়েছে শুরু,
কতোদিন শুনিনি ডাক-
নিরাসক্ত নয় যেখানে
মেঘের দামামা আর
ঢেউএর গুরু গুরু।।
ভেজা মাটির গন্ধ, বেল, জুই, চাঁপা
কতোদিন বাসেনি ভালো কেউ,
অসীম শক্তি নিয়ে
আছড়ে পড়েনি ঢেউ
তীরের উপর ।
শুধু কষ্ট বুক চাপা-
মিথ্যা অভিনয়।
কতদিন যেন দিখিনি তোমায়
মনে হয় ।।