Friday, January 9, 2009

বকুল কথা

কতবার
বল কতবার গেছি কাছে!
কতদিন, সে কি আজো তোর মনে আছে-
ওরে আমার বকুল গাছ ।
ফুলে-ফুলে ছাওয়া, বকুলের হাওয়া
শেষ তো হয়না, ভাঙ্গেনা সহজে
নয় নয় এ তো কাঁচ ।
এ যে আমার বকুল গাছ ।
কতখানি ছায়া, কতখানি মায়া
কত ভালবাসা দিয়ে,
তোমায়-আমায় পেতেছে মিতালী
জগত জানবে কি এ ।
তুমি কথাটি বলনা-
ভাবে লোকে -ভাবে ভুল।
কথা যে তোমার-
সুতোয় গেঁথেছি, বেঁধেছি বেনীর চুল ।
তোমার কথা যে- শুধু শুনি আমি,
কথা যে তোমার আমার বকুল ফুল ।
বকুল বকুল আরো কথা বল
বেলা হয়ে আসে শেষ।
পশ্চিম দেখ-
ধরেছে চিতার বেশ ।
শেষ বাসরের গানটি কি হবে
তাও তুমি দিও বলে ।
ঢেলে দিও ফুল, এমনি বকুল
এই বেলা শেষ হলে ।
তোমায়-আমায় ছাড়াছাড়ি হয়ে
যেইদিন যাব চলে-
শেষ শয্যায় গন্ধ-বকুল
বন্ধু দিও গো ঢেলে ।।