Monday, October 19, 2009
তোমার কথা , আমার কবিতা
কিছু সময়, কিছু পথ , কিছু কিছু কথা
দিয়েছ আমায়
কি জানি কেন পথের ওপার থেকে এলে এপারে,
তুমি একা নও –এরকম কিছু কিছু খেয়ালী মানুষ
আলো জ্বেলে চায় মুখে, খুঁজে খুঁজে ফেরে,
হয়তবা ফেলে আসা দিন, পুরানো প্রেমিক
অথবা নিছক কৌতুহলে,
আমি ভালোবাসি ছন্দমিলে ভরা মেয়েলি ট্র্যাশ
হ্যাঁচকা টানে গর্তে টানেনা প্রেম,
আমাকে সে দিয়া জ্বেলে ডাকে।
মেঘের ওপার থেকে বৃষ্টি ফোঁটা ফোঁটা,
ঝরে পরে আঁচলে আমার,
আমি অঞ্জলি ভরে ধরি তার সে কথা কে,
গানের সুতোয় গেঁথে সুগন্ধ তার দিতে চাই ঢেলে,
কি প্রবল ঘৃণা নিয়ে তুমি যাও তোমার ওপারে,
আমার ভিতর প্রেম প্রদীপ জ্বালায়,
সে আলোয়, সুগন্ধে আমি সাজাই কথা কে ।।.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment