Thursday, July 15, 2010

পন্ডিত

দর্শণের পন্ডিত আমি ,
আমি করিনা কিছু কে ভয়;
বিশ্ববিজয় করব যে আমি ,
আমি হয় কে করব নয়।

বুঝেছি আমি আলোচনা করে ,
বহু গবেষনা , তর্কের পরে ,
আমার বুদ্ধি জানতে পারেনা
যাকে ,
সে কি সত্যি হয় ,
আমি ‘হয়’ কে করব ‘নয়’ ।

চন্দ্র, সুর্য্য গ্রহ তারা যত
রুপ, রস আর গন্ধের মত ,
সবই যে অলীক স্বপ্নের মত ,
শূণ্যে করব লয় ।

চলেছি আমি সত্যের পথে ,
কান্ট, হেগেল আর ব্র্যাডলের সাথে
আমি যে পড়েছি বই এর পাতাতে ,
সব কিছু নাশ হয় ।

চারি পাশে যত আছে বোকা সোকা
যত বিঙ্গানী , যত ডাকা বোকা ,
কারুকে আমি করিনা পরোয়া ,
জানি
কিসে থেকে কি যে হয় ।

প্রেম, ভালোবাসা যত অনুরাগ ,
বিষ্ঠার মত করে দেব ত্যাগ ,
জগতে কিছুই নেই সাধনার ,
চেতনাই যদি যায় ।

বুঝেছি আমি সকল ই মিথ্যা ,
আমিও মিথ্যা, তুমি ও মিথ্যা ।
বুঝিনি শুধু যে একখানি কথা –

চেতনা যে কারে কয় !!!

No comments:

Post a Comment