Thursday, December 9, 2010

লাগাম টেনে ধর

কবে কখন কেন ।
আমি ফুলের মালা গেথে
তোমার জন্য বসে ছিলাম অধীর আগ্রহে ,
আমি ভুলেও গেছি তা ।
সে হয়ত আমার খেলা
মেয়েবেলার ভুলের ,
সেই সুতোয় আর তো মালা যাবে নাকো গাঁথা ,
বৃথাই তুমি আসছ ফিরে
বারে বারে ,
খুঁজে ফিরছ শুকন ফুলের বাস ।

সেদিনের সেই শ্যামলা সরল মেয়ের,
বুকের ভিতর ফুটত শতদল ,
গন্ধে তার আপনি মাতাল মেয়ের
চোখের কোনায় পদ্মনদীর জল ।
তখন তার চোখের তারায়
স্বপ্ন ঝলমল-
চোখের কোনায় পদ্মনদীর জল ।

তোমার দেওয়া আশ্বাস তার
বুকের মাঝে স্বপ্ন বুনেছিল ।
তোমার আলিঙ্গনের ফাঁদে ,
সহজে সে তাই তো ধরা দিল ।

দিনের কঠিন তাপে ,
শুকন ফুলের মালা ,
হৃদয়নদী শুকিয়ে বালি ,
বুকের মাঝে জ্বালা ।

শ্যামলা মেয়ে আজ সে রুপসী ,
পিছন পানে চায়না ফিরে আর ।
কোমল মনে কঠিন আসন পেতে
বৃথা পুজার করবেনা জোগার ।

সেদিনের সেই শ্যামলা সরল মেয়ে
শিখে গেছে টানতে মনের রাশ ।

বৃথাই তুমি ফিরছ খুঁজে

শুকনো ফুলের বাস ।

No comments:

Post a Comment